অনেকে নেটওয়ার্ক মার্কেটিং পছন্দ করেন না তার কারণ মূলতঃ তিনটি:
১) Business এর ধরণটি একদম নতুন; শুরুতে যেকোনো জিনিসই মানুষ মেনে নিতে সময় নেন, এটা মানুষের স্বভাবিক প্রবৃত্তি।এমন ঘটনা eCommerce Business এর ক্ষেত্রেও হয়েছিল।মানুষ শুরুতে বিশ্বাস করতে চাননি যে বাড়িতে বসে অনলাইনএ জিনিসপত্র কেনাকাটি করা যায়, কিন্তু আজ তো এটি রীতিমতো রোজকার অভ্যাসে এ পরিণত হয়ে গেছে। Amazon এর স্রষ্টা Jeff Bezos সেদিন যদি মানুষের বিশ্বাস এর সাথে চলতেন তাহলে আজ হয়ত তিনি আর পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হয়ে উঠতেন না ।
২) অনেক অসাধু ব্যবসায়ী শুরুর সময়ের মানুষের সঠিক জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে অনেকরকম লোভনীয় স্কিম চালু করে মানুষকে ঠকাতে উদ্যত হয়েছেন বা এখনও আছেন ;অনেক মানুষ ঠকেও গেছেন আবার অনেকে এখনও ঠকছেন, আমি অন্য একটি post এ লিখেছি কিভাবে আপনি এই ঠগদের চিনে নেবেন এবং avoid করবেন ।
৩) কিছু মানুষ এই Business এ হয়ত সফল হননি, তারা চান না অন্যরাও সফল হন। এরকম মানুষের সংখ্যা খুব বেশী না হলেও তারাও কিন্তু অনেক সময় negative কথাবার্তা বলেন Business সম্বন্ধে, যার নেতিবাচক প্রভাব অন্য মানুষের মধ্যে পরে।
0 Comments